প্রশ্ন
এরপর কোথায়?
কখনও প্রশ্ন যদি জাগে মনে,
শিউরে উঠি।
মনন আর আবেগ কাঁধে কাঁধ মিলিয়েও
হদিশ পায় না কিছুতেই।
যেতে হবে একদিন –
সে তো আমি জানি,
আমার আত্ম জানে, জানে আমার ধীশক্তি,আমার হৃদয়ও।
কিন্তু, কেউ জানি না যেতে হবে কোথায়।
এরপর কোথায়?
শিউরে উঠলাম কেন?
আতঙ্কে? কিসের ভয়াবহতায়?
‘এই আছি’-র মধ্যে অভ্যস্ত হয়ে
ভাবতে ভয় হয় ‘আমি নেই’?
নাকি সীমানা পেরিয়ে গেলে কি আছে, কি হবে
সেই অজানার ভয়?
আত্মাকে জিজ্ঞাসা করো নিভৃতে।
সে নিশ্চিন্তে আছে। ভয়ডরহীন।
এপার থেকে তুমি দেখছো গণ্ডির ওপার।
সে দেখছেই না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন