ঘ্রাণ
একজন অন্যজনের কাছে এলে ঠিক বোঝা যায়
চেনা না অচেনা, ঘ্রাণ হতে পারে
হতে পারে এক নির্ভরযোগ্য শক্তি
হতে পারে ভেতরের আশ্চর্য ক্ষমতা
পাড়ার মোড়ে মোড়ে জটলায় ঠিক কি কথা
হতে পারে পাড়ার মানুষ বোঝে স্পষ্ট
শনিবার একরকম, রবিবার আর এক
গ্রীষ্ম বর্ষা শীতে জটলার রং বদল হতে যেটুকু সময়
ঘুমের আগে স্বপ্নের রং কেমন হতে পারে
ভাবতে ভাবতে অন্য স্বপ্ন দখল নেয়
স্বপ্নের মধ্যে সব যেন খুব চেনা নিজের
অধিকার করে থাকে আপনজনের মতো
দিনের আলোয় তারাই কেমন অচেনা ভীষণ
চেনা জীবন পাশ থেকে সরে গেলে যেমন ঘ্রাণ থেকে যায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন