শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

গোলাম কিবরিয়া পিনু-র কবিতা

কলেজ পড়ুয়া মেয়ে

কলেজ পড়ুয়া অল্পবয়স্ক মেয়ে
মেষপালের সাথে যাচ্ছো কোথায়?
      
মেষপালের সাথে থাকে লোমশ-কুকুর।

কয়লাখনির দিকে ধাবিত হইও না--
    
প্রশিক্ষণ না থাকলে অন্ধকূপে পতিত হবে,
    
নিজেকে আয়ত্তে আনার চেষ্টা করো।

অনেক কিছু লিখতে চাইলেলেখো--
    
কিন্তু যতিচিহ্ন বসাও
    
না হলে বাক্য হবে না।

পুঞ্জ-পুঞ্জ মেঘের ভেতর খেলা করে বিদ্যুৎ
    
লজ্জায় লাল হয়ে গেলেও
    
নিজের স্বরূপ দেখো।

রঙিন-আনন্দ চুলের ফিতায় জ্বলজ্বল করবে
    
 বয়সে তা জানি,
    
ফুল  পাতার আড়ালে লুকাবে কতদিন?

নিজের মুদ্রণ দেখে প্রুফ কাটো
    
তাই বলে নিজের সাথে যুদ্ধ করতে করতে
    
ক্লান্ত হয়ে পড়ো না।

নিজেকে সজ্জিত করো--
    
তবেআচ্ছন্নতা অচেতন করে তুললে
    
সহজেই দাহ্য হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন