শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

ধীমান চক্রবর্তী-র কবিতা

ব্যক্তিগত -২১৭

একফোঁটা জল সবে আনত- জানলায়

অল্প লালনেও আমাকে বিবাহ করলে

কলকাতা পর্যন্ত নেই এবং আছির মধ্যে --

ভাসিয়ে দিলাম চোখ একজন হ্যারিকেন

লুকিং গ্লাসে নামা বৃষ্টি দূরত্ব --

বাড়লেই অন্ধকার ধারণা

আলোর ললিত লাবণ্য শীত শীত

ক্যাশমিলন রাস্তা রাসলীলা নামার শব্দে

সন্ধেবেলা বাঁশিওয়ালা এবং যমজ পাখি--

পাঁচলাইনের কাঞ্জিভরম হলো

অন্যমনস্ক মুর্শেদের বেকারার দিল

শূন্য আঁকা বালিকা আরশিতে--

                     একজন গীতগোবিন্দ হলো

 

1 টি মন্তব্য:

  1. নেই এবং আছির মাঝখানে আমার অনুভূতি! চমৎকার কবিতা। অভিনন্দন, কবি।

    উত্তরমুছুন