শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

অদিতি বসুরায়-এর কবিতা

হাসপাতালের দিন

 

এখানে শয্যায় অসুখ লেগে থাকে

ঘনীভূত ব্যথাবিষণ্ণ – অবশ জানুদেশ হতে

নেমে যায় গভীরতর অন্ধকারের দিকে –

 

অজস্র সূচীবিদ্ধতার মুহুর্তে,

আমার এক শিশুমুখ মনে পড়ে -

শিকড় ছেঁড়ার মতো দুঃখ জড়িয়ে নেয়

আষ্টেপীষ্টে।

চেতনার অন্তিমে ‘মা’ - ‘মা’ চিৎকার ভেসে আসে !

 

সে বলে ‘মায়ের কাছেযাবো’ –

আমি  তার খেলনার কথা ভাবি – রং-পেন্সিলের কথা ভাবি

শিরা বেয়ে বিন্দু বিন্দু ওষুধ ঘুমের ছড়িয়ে যায়

ব্যথা উপশমের নির্যাস ঘুরতে থাকে শরীরজুড়ে !

 

ঘুমিয়ে পড়ার আগে জেনে যাই – মেয়ে,  সারা পৃথিবীজুড়ে ডাক দিয়ে

চলেছে – ‘আমি মায়ের কাছে যাবো

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন