সূর্য প্রদক্ষিণে আছি
‘আত্মোপলব্ধি মানে নিজের সীমানাকে খুঁজে পাওয়া’
কথা বলার সময় কথাটি বোলো না
ক বললে মৃদঙ্গ বোঝে কৃষ্ণ বোঝো না
ওই তো তোমার দোষ
হয়নি কি হয়নি শেষ আমার কথাটি
হারিয়ে ফেলেছি সেই সুর লয় গান
নিজের কাছেই নিজে
আমি সেই না-বলা পরম।
হারায় হারিয়ে যায়
সূর্য প্রদক্ষিণে আছি আত্মগত
তোমার ছায়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন