বাতাসে স্মৃতির বীজ
১.
পুরনো বইয়ের ফাঁকে
স্মৃতির নাছোড় ধুলো –
কলেজস্ট্রিটের মোড়ে
থমকে দাঁড়িয়ে গেলো
আমার বিকেল;
চৈত্রপবনে গান বাজে :
রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন?
২.
এইবার ফেরা যাক তবে –
পূর্বপল্লীর পথে ফুলের আগুন
আর সুরভিত নির্জনতায়
কেটে গেলো কয়েকটা দিন!
খর রোদ্দুরে ফিরে যেতে যেতে ভাবি,
এইসব স্মৃতিকথা অনূদিত হয় কী কখনো?
৩.
এইখানে ইতিহাস কথা বলে ওঠে
কথা না কবিতা? আমি অর্থ খুঁজি না।
গোলাপবাগের বুকে সন্ধ্যে নেমে আসে
ধ্বনি-রঙ-ছায়া-ছবি মিলে একাকার...
সেই পথে হেঁটে গেছি আমরা দু’জন
প্রেমের গোপন স্মৃতি হাজারদুয়ারি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন