শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

তরুণ মুখোপাধ্যায়-এর কবিতা

নয়নপথগামী

 

.

যেখানেই যাই

আমাকে লক্ষ করে দুটি কালো চোখ

কী আয়তভয়ালমধুর

বিস্ফারিত চরাচর জুড়ে –

যা কিছু আমার স্খলনত্রুটিভুল

ওই দুটি চোখের পাহারায় ত্রস্ত পাখি

যেন নীল সমুদ্রের বুকে বড় একা আমি

----- তোমার করুণা চাইহে নয়নপথগামী। 

 

.

দূরাদয়শ্চক্রনিভ লবণাম্বুরাশিধারা

যত দেখিহই আনন্দে আত্মহারা;

ভাবি কোথা আমিকোথা তুমি নাথ

নিষ্পলক দুটি কালো চোখ – জগন্নাথ!    

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন