শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

নাসের হোসেন-এর কবিতা

বেঁচে, বর্তে

 

চাঁদের আলো থেকে নেমে আসছে সার-সার মানুষ

এতদিন তারা চাঁদেই বসতি করে ছিল, বেঁচে ছিল,

বর্তে ছিল, তবুও কেন যে সেই ফিরে আসতে হল

ধরার বুকে, চাঁদ যে উপ-গ্রহ, তা যে উপ-পতি

বা উপ-পত্নীর মতোই উপাদেয় এবং কল্পনার

উপ-বন, কিন্তু কল্পনারও যূপকাষ্ঠ হয়, সব

কল্পনা শেষপর্যন্ত আরামদায়ক থাকে না, তখন

পিঠের উপর সপাং চাবুক পড়লেই খেয়াল হবে

কোন্ছ্যাকড়া-গাড়ি টেনে চলেছি আজীবন

 

শেষ পর্যন্ত ধরার বুকে, ধরা মানে যাকে সত্যিই ধরা যায়  

 

৪টি মন্তব্য: