প্রশ্ন
মস্তিষ্কের কচুরিপানায় ভুল করে জন্ম নেয়
এক ঝলমলে বাজপাখি, রোদ আর বৃষ্টিকে
তুচ্ছ করে ঠিক দীর্ঘ দেবদারুর মতো
মাথা উঁচু করে দীপ্ত বিন্যাসে সে প্রশ্ন তোলে
সংসারের হাজারটা অবিচার ও অন্যায়ের উৎস অভিমুখে
প্রশ্ন মানে চিহ্ন, চিহ্ন মানে মহাকৃষ্ণ নৈঃশব্দের
পৃথিবীতে বাতি জ্বেলে পথ খুঁজে শব্দকে আশ্রয় করে
প্রতিবাদের ধ্বনি প্রতিধ্বনি প্রেমের আবহে ছড়িয়ে দেওয়া –––
সেইসঙ্গে জ্বলে ওঠে বিদ্যুৎ ঝলক, ঝোড়ো হাওয়া,
আর অবিশ্বাস্য দ্রুতগতিতে আদিগন্ত ছুটে চলে
বিপ্লবের যন্ত্রণামাখা দিগ্বিজয়ী বাদামি ঘোড়া।
সুন্দর ভাবনা। তবে কচুরিপানা সুপ্রযুক্ত নয় মনে হয়।
উত্তরমুছুন