ভালো থাকার ভাবনা
এমন তো নয় যে শুধু আমিই আছি সবার দেখাশোনায়
এমনও তো নয় একমাত্র আমিই দাঁড়িয়ে আছি সদর দরোজায়
অনেকেই তো থাকে ঘরের ভেতরে বাইরে
যে কেউ চলে যেতেও পারে অনেকটা দূরে দূরান্তে
আসলে সেই যে ভালো থাকার কথা বলে গেছিলেন আমাদের পূর্বপুরুষ
সেই ভালো থাকার ভাবনা থেকেই তো আমাদের ভালোভাবে থাকার প্রয়াস
কত যে ছবি উড়ে উড়ে আসে কত যে ছবি ঝুলে থাকে বারান্দায়
একদিন তারাও হয়তো ভালো ছিল অন্তত ভালো থাকার চেষ্টা নিশ্চয়ই ছিল
দেখাশোনা করতে হয় সবাই মিলে সমবেত ভাবে
তাহলে কিসের এত সংশয় কিসের এত ভয়
যে আছে ঘরের ভেতরে সে গুছিয়ে রাখুক ঘরের সবক’টা জানালা দরোজা
যে আছে ঘরের বাইরে সে না হয় দেখুক বাগানের গাছপালা গুল্মলতা
যে শব্দ জেগে ওঠে আমাদের মাথার ওপরে আকাশের তারায়
ভূগর্ভ থেকে উঠে আসে যে জলের ভান্ডার আমাদের পদতল ছুঁয়ে
আমরা সবটুকু রেখে যেতে চাই সবার মঙ্গল কামনায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন