শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

মনজুর কাদের-এর কবিতা

কীর্তনখোলার মেয়েটি - ০১

 

জলের নিষেধ ভাঙে কীর্তনখোলার ঢেউ;

 

আঁধারের বাঁকে –––

তুমি তো  একটাই মেয়ে

ভাঙনের ইতিহাস পাঠ করো :

 

অন্ধকার ভরে যায় ক্লেদে  অপসংবাদে;

 

সঞ্চিত রাত্রির ঘরে বেঁচে থাকে

স্যাঁতসেতে জীবনের দীর্ঘশ্বাস

 

কীর্তনখোলার জলে​ –––

এতগুলো ক্ষত নিয়ে কতদূর যাবে​ –––

           যন্ত্রণাগ্রস্ত সময়;

 

বেদনা ছোঁয়াচে নয়...

তবুও কেনো যে আমরা বেদনার্ত হই!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন