শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

নীলাদ্রি দেব-এর কবিতা

সামান্য বিকেলে 

 

দুমুঠো মাটির ওপরে করতলসমান জলের কাছাকাছি এক...

কিন্তু অজস্ৰ স্বতন্ত্র ঘিরে ধরছে. দিগন্তের মুখোমুখি কালখণ্ড

বৃদ্ধ হতে থাকে আর নুয়ে আসা একটি দিন

গভীর কোনও শ্বাসের বিপ্রতীপে অজানা পাখির গানে

শেষআলোর আলপিনদাগ রেখে যায় যতটা স্পষ্ট হতে থাকে

এক একার সংজ্ঞা, ঋজু হয়ে ওঠে আপাত

দেহের কাঠামো আর সুতো দিয়ে বেঁধে রাখা যাবতীয়

জলের আঁচল বালির কাছাড়ে ক্রমে ধূসর হয়ে ওঠে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন