শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

মোনালিসা চট্টোপাধ্যায়-এর কবিতা

অতীত  

ছুঁয়েও দেখো না আর ---
যদি মনে আসে ভুল করে,  মৃত্যু ভেবে নিও -- 
আঘাত যে যার তার , এক এক দিন অন্যরকম হাওয়া আসে, 
কোলেপিঠে মানুষের মা কোল পেতে বসে, ভালোবাসার আগুনে 
হাত পুড়ে বুজরুকি ছক্কাপুট ! 

মধ্যাহ্ন আঁচড়ে যদি ত্বক ছিঁড়ে দেয় মন 
সে অতীত ই বড় স্মৃতি 

মানুষের অবজ্ঞার ভার স্বার্থবিজড়িত খালকাটা 
কুমীরের মত ,রক্তাক্ত সর্বনাশ পুড়ে গেলে যাক, 
নিজের কাছেই বসি , হাত নখ মুখে যত ছায়া লেপে ছিল
আলো তার মৃত্যু শোনো অনেক আগেই তুমি! 

অনেক আগেই মৃত্যু নেচে বলেছিল ---
বল তুই কার? 

ভ্রষ্ট চাঁদ, সেতারের টুং টাং,
ঘড়ার শীতল কানা,
অসুখের দিনগুলি,
আত্মার অতীত নয় , তবু  বুঝে গেছি 
বাকী সব স্মৃতির অতীত পথ, 

কারা হেঁটে ছিল কোনদিন কোনপথে 
আজ সব ভুলে গেছি মানুষের ভন্ডামিতে, 

পদলেহিত ঘাসে লেগে থাকা হিম 
ঘরে ঘুমোনোর আগে কত মিথ্যে বলতে তাদের ! !

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন