মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

সুবীর ঘোষ-এর কবিতা

কবিতা লিখবে বলে

যারা বহুদিন তাকায়নি ভুল করে তারার চোখের দিকে,

যারা কাল থেকে চুলে দেয়নি জল,

যারা শিরশিরে কার্তিকের রাতে আকাশপ্রদীপ জ্বালবে বলে

সন্ধেতে করেছে মর্মসিক্ত স্নান,

যারা জমিদারি সেরেস্তার ভাঙা পাঁচিলের নীচে

খুঁজে পেয়েছে দুএক টুকরো জীর্ণ পুঁথি

তারাও অজান্তে কবিতার ভক্ত হয়ে গেছে।

প্রাচীন পৃথিবীর শেষ সিঁড়িতে দাঁড়িয়ে কারা যেন

আঁজলা ভরে তুলে নিল তুলোধোনা কামনার রঙ।

কবিতা লিখবে বলে দুদশক মৌনী ছিল যারা

প্রখ্যাত কৃপণের মতো শব্দগুলি জমিয়ে গেছে যারা

হাতের ঢিলের মতো ফস্কাতে চায়নি তারা কিছুতেই।

ভালো কবিতা লিখবে বলে লোকে

কত ভাঙচুর করে, দাম্ভিক ঘোষণা করেঃ

আমি মৃত নই।

শ্রুতি বিস্মৃতি ভাসে দ্রুতগামী জলে

তীর ঘেঁষে বসে থাকে সকালসম্ভব রাতের বেড়াল

কবিতার ভালো ছায়া চেপে বসে শরীরের ডালে

তারা আরো ভালো লিখবে যখন

পলাশআকাশ খালি করে

শব্দেরা পর্যটনে যাবে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন