জীবনবাবু
একটা সময় এসে সকাল থেমে যায়
তারপর সুপ্রভাত আর বলা যায় না
পরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলতে
ভালো আছেন, বাজার করে ফিরলেন
এই জাতীয় কথায় এগোতে হয় সংলাপ
জীবনবাবুর বাইরের ঘরটি বড় চমৎকার
শৈশব রোদ গেলেও, কিশোর রোদ ছুঁয়ে থাকে
পরিচিতদের সঙ্গে কথা বলতে বলতে
কখন যেন প্রিয় অতীত এসে দাঁড়ায়
উনি জানেন, ভালোলাগা অতীত কত কমজোরি
সাজিয়ে সাজিয়ে নামান আবার তুলে রাখেন
আশ্চর্য সে সব অতীত কখনো বিবর্ণ হয় না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন