মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

সুবীর সরকার-এর কবিতা

গুহা

 

প্রতিটি গুহাই রহস্যময়।প্রতিটি গুহাই কুয়াশাপ্রবণ।

তুমি হেঁটে যাচ্ছো হেলানো রোদের ভেতর

এদিকে ওদলাবাড়ির রাস্তায় হাতি উঠে এলে খুব

                                           অসহায় লাগে

পর্যটনকেন্দ্র থেকে দূরে ঘরবসতি।

বালতি নামছে পুরোনো কুয়োয়।

শীতে কাঁপছে বক্সা বাঘবন।

আর নরম আঙুল দিয়ে তুমি ছুঁয়ে দিতে থাকো 

                               দীজলবাতাসের পৃথিবী

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন