প্রণয়িনী
এখনো গোপনে প্রেমে ভরে ওঠে ফসলের মাঠ-
আমরা প্রকাশ্য অহংবোধে ভীত হয়ে ভালোবাসি-
মেঘের আড়াল, লুকানো জলীয় বাষ্প।
আঁধারের নীরবতা ভেঙে তৃষিতের আলোক অন্তরে
গেয়ে যাও গান, প্রাণবন্ত। ফলে সহস্র প্রাণের
প্রণয়িনী হয়ে তুমি উদাসি পথের নির্বাণ চাঞ্চল্যে
বয়ে আনো আগুনের বার্তা- আর, আমি তোমার সমস্ত আগুনে
পীড়িত হই, গোপনে অথবা লোকালয়ে।
তুমি আনন্দের অনন্ত উৎস হয়ে বেঁচে থাকো
উজ্জ্বল হাসিতে।
আমাদের সমর্পিত ছায়াগুলো মাঠে মাঠে
কেঁপে ওঠে- স্বপ্নসম্ভারে, প্রণয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন