মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

তরুণ মুখোপাধ্যায়-এর কবিতা

সন্ধ্যাঞ্জলি

 

ওগো মায়াভরা চাঁদ

ওগো মায়াবিনী রাত?

এমন ফাগুন দিনে

বিনা মেঘে বজ্রপাত?

 

গানে যাঁর ইন্দ্রধনু

ছড়ায় রঙের সুর

ঘুম ঘুম চাঁদ তুমি

তাঁকে নিলে কোন্দূর

 

সুরলোকে? কেন নিলে?

আমাদের রিক্ত করে দিলে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন