পিয়ানো-রিড
তোমার হাসির পাশে আমি নিঃশব্দতাকে
পেশ করলাম, তোমার চকিত চাহনির পাশে রাখলাম
বইয়ের পরবর্তী পৃষ্ঠা, তোমার গ্রীবার সহসা
কণ্ঠ হয়ে ওঠাকে আমি বদলে দিতে চাইছিলাম
মৃদু স্পর্শের পিয়ানো-রিডে, তোমার হাঁটাচলার মধ্যে
নামিয়ে আনতে চাইছিলাম মেঘ আর তার বিদ্যুৎ
তোমার মেলে ধরা দু-হাতে তুলে দিলাম শরীরভরা নাচ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন