মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

কামাল হোসেন-এর কবিতা

রক্তের বিলাপহীন পুনরাবৃত্তি


পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে এই সময়,

রহস্যময়তার এই অন্ধ ছুটে চলা,

শতাব্দীর পর শতাব্দী ইতিহাস জুড়ে

শুধু যুদ্ধহত্যাধ্বংসের অপরিকল্পিত বিন্যাস।

গন্তব্য মানে কি শুধু মৃত্যুর অনিবার্য

বিনাশের গল্পদুঃখ  পাপের 

সীমাহীন আকুতি?

 

এতো অন্ধকারএতো নির্যাতনরক্তের এই

বিলাপহীন দুঃখময় পুনরাবৃত্তিকোথাও

তো যেতে হবে এসব পেছনে ফেলে।

পৃথিবীর শেষ বনস্পতির আশীর্বাদ নিয়ে

আমরা দুজনে ত্রাণ হাতে করে নতুন উদ্যমে

গড়ে তুলি আর একবার সেই নূহের নৌকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন