ঘুম
যখন আমার ঘুম আসে না
তখন আমি গল্প লিখি
কাগজ-কলম-কীবোর্ডে নয়
মাথার ভিতর গল্প লেখা;
জীবনটাকে ভেঙেচুরে
নতুন করে আবার গড়া –
গড়তে গিয়ে স্বপ্ন আসে
ঘুমের ভিতর অতল আকাশ!
বইয়ের ছেঁড়া পাতার মতন
সেই গল্পের অন্ত-আদি
কেউ জানে না। হয়তো জানে
বসন্ত দিন, ফাল্গুনী রাত...
তবুও নতুন গল্প লেখার
সম্ভাবনায় অধীর প্রহর
রহস্যাতুর, রোমাঞ্চময়
ঘুম ভেঙে যায় ...স্বপ্ন ঘুমোয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন