মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

কাজল চক্রবর্তী-র কবিতা

কোন নামে

 

বলেছিলে শীতে রক্তের রোদই আশ্রয়

প্রচন্ড শীতে সেই রোদে পিঠ রেখে

একটু বেশি রকমেই বুঝতে পারছি

ওই রোদে কোনো রক্তের সম্পর্ক নেই।

 

সম্পর্ক সম্ভবত খেলা করে অর্থে

অর্থকে অনর্থ ভাবা কী সেভাবেই

হয়ত বা হবে। অথচ এখন আমি

অদ্ভুত এক শীতের আবহে আবৃত

 

পায়ের নীচে বরফ করে গলবে জানিনা

বরফের অনেক গভীর মাটি না জল

সে বিষয়েও কিছুই জানিনি এখনো

আমি দাঁড়িয়ে আছি বরফের ওপরে

 

হে বরফ তুমি পৃথিবীতে কেন এলে

কেন রক্তের সম্পর্ক ঘিরে প্রিয়জন

কেনইবা এই আত্মীয়মেঘের আকাশ

আকাশের রঙ আজ কার মতো

 

কিছুই বুঝতে পারছি না, পারবো কী

হয়ত বা নয় বেঁচে থাকার এই ক্ষণ

তোমাকে কোন নামে ডাকি বলো

দায়িত্ব না সম্পর্ক না আর কিছু!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন