একা
ধুলো পড়া শহরের বুক থেকে দূর বহু দূরে শোনা যায় শিশিরের শব্দ;
যেখানে সূর্য গলে হয় তরল সোনা;
সেখানেই আমার হৃদয় ছুটে যায় প্রতি সন্ধ্যায়!
আমি ভালো নেই, মানুষ ভালো নেই!
মানুষ শুয়ে আছে মর্গে বহুদিন:
ছেঁড়া মশারির ফাঁকে মশা আসে আলো হয়ে,
সে আলোও আজ ক্লান্ত চিলের ডাক;
সময় থেমেছে আজ, আমরা না হয় থেমেছি এক যুগ আগে!
সেই কালো যুগের বুকে কারা যেন আজ ফেলে রেখেছে ব্যাঙের কঙ্কাল!
আমি বহুদিন ঘুমাইনি, স্বপ্ন দেখিনি বহুদিন হবে।
বনের শিয়ালের মত বাস্তব আমাকে তাড়া করে,
তাই লুকিয়ে ছিলাম ঘরের কোণে।
একদিন আলো গেল নিবে, গভীর অন্ধকারে--
আমি তখন তোমায় খুঁজেছি
যে ভাবে রাতের পোকা খোঁজে আলো।
পাইনি, কিছু পাইনি...
তবে জেনেছি, "বাস্তব কঠিন।
এখানে চাওয়া যায় তবে সব পাওয়া যায় না।"
আমার জানালার ধারে তখনও ছেঁড়া পতাকা ঝোলে;
প্রতি সন্ধ্যায় আমি শুনতে পায় মানুষের হুংকার।
আমি এ ঘর যাই, ও ঘর ফিরি,
শান্তি খুঁজি অন্ধকারে।
কেউ ভালো নেই আজ।
মানুষ বড়োই একা আজ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন