একলব্য হাত
আমার আকাশ ছোঁয়া হয় না, আরে পাগল না কি!
চাঁদেরই নাগাল নেই, ছুঁতে চাও তবু আঁধার আকাশ!
চাঁদসোহাগী রাত! তুমি জানো, কোথায় লুকনো থাকে
সমলিন রহস্যের ফাঁদ?
আকাশ তো ধুম্রপুঞ্জ, ছায়াময় নীলাভ আঁধার,
শেষ দীপবিন্দু মুছে গেলে উর্ধমুখী সরব জিজ্ঞাসায়
সৃজনী আঙুল কেটে অবশেষে তুলে ধরি তেজষ্ক্রিয়
রক্তটপা একলব্য হাত
এখানে বসেছে দ্যাখো মেঘে ঢাকা চাঁদেদের মেলা
সাদা চাঁদ কালো চাঁদ আবছায়া চাঁদদের লুঠেরার খেলা
অথবা, পৃথিবী জুড়ে হায়েনার হাসিমাখা পরিযায়ী
সন্ত্রাসীর ট্রাম্পেন্ড সংঘাত?
পাখিদের কাকলিতে, গাছেদের হলুদাভ সবুজ পাতায়
আলোর প্রত্যুষে সব সংশয় অবিশ্বাস ঘোর -- ধুয়ে দিই
গর্ভজাতকের নাড়ি ছুঁয়ে থাকা জননীর নীরধারাস্রোতে
ডুবস্নানে হয়েছি স্নাতক!
বন্দিজীবন ঘাতকের ইতরামির মৃত্যুহিম গ্রহের গুহায়
জিঘাংসা যুদ্ধ কৃষিক্ষেত্র কেড়ে নেওয়া লুঠিয়ালি চাল;
চিরান্ধ বেথেলহেম থেকে মা মরিয়মের স্মিতবিভা কোলে
তখনও হাসে খেলে বাকশিশু যিশুর জাতক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন