মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

প্রাণজি বসাক-এর কবিতা


প্রশ্রয়ে আশ্রয়ে

আমাকে ফুল দেবে কি সুরেলা গান দেবে 

এসো করতলে একফোঁটা জল রেখে দেখি


আহা টলটলে জলে সে কি ছবি ফুটে ওঠে 

কোথায় রাখি তারে যতনে কিবা আয়োজনে 


দুঃখ ভরা জীবনে কে হে এনে দেবে সুখের পাহাড় 

কতশত সুর বাঁধা হলো ভাঙা আয়নায় দেখি মুখ


এসো ভাগাভাগি করে দেখি পাই যদি সমান সমান 

পৃথিবীর একভাগে দুঃখ অন্য ভাগে স্বপ্নের আলো


আমাকে ফুল দেবে কি অন্বয় ছায়া দেবে আশ্রয়ে 

আমি আগুনের খেলায় ডুবে থাকি অনন্ত প্রশ্রয়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন