অকারণ
খুব অচেনা দিনগুলো
সূর্য উদয় হয় চুপি চুপি
নেই কোন নরম রশ্মির জাদু।
আর আকাশে তারাগুলোর
নেই সেই উজ্জ্বল ঝিলিক
তাদের অস্তিত্ব মনে আঁকে না কোন ছবি।
আকাশের দিগন্ত থেকে মাটির প্রান্ত পর্যন্ত
একটি হিম চাদর দিয়ে ঢাকা
গাছগুলো সব উদাস দৃষ্টিতে
তাকিয়ে আছে আকাশ পানে।
পাখিগুলো সব নির্বাক
ফুলগুলোর ফুটতে অনিচ্ছা।
এই বিষণ্ণ দিনে আমি বসে ভাবি
এমন অচেনা দিনে
সূর্য উঠে, রাত নামে অকারণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন