মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

নীলাদ্রি দেব-এর কবিতা

 

অনাস্থা বা আলো বিষয়ে 

অনাস্থা লেগে থাকছে পাখির পালকেও 

যে বিন্দুঘাম মুছে নিচ্ছ,

    এসবের কার্যকারণ বিষয়ে সেমিনার

অথচ আলো নিভে গেলে এখনও 

    আলো চিনে নেবার চেষ্টা জারি থাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন