যদি পারতাম
যদি পারতাম সমস্ত বন্ধন দুহাতে ছিঁড়ে ফেলে
মিশে যেতে ঢেউয়ের সাথে মিলে একত্রে
নিতে পারতাম তরঙ্গের উদ্বেল খেলার স্বাদ
যদি যেতে পারতাম হারিয়ে কোন অজানায় দূরে
যেখানে রয়েছে কেবলই সুখের সীমাহীন অনুভূতি
কখনো মনের ভেতরে উঁকি দেয় একান্ত গোপনে
আশ্চর্য রহস্যময় আদিম পৃথিবীর মুখও
যেখানে ছিল সবই সবুজ সবুজ সবুজের মেলা
ধূলো নয় ধোঁয়া নয় কোন আবর্জনা নয়
চলে যেতে প্রাণ চায় মহাদূরে মহাশূন্যের ভিতরে
যেখানে শুধুই অনন্তের বিস্তার বাধাহীন গমন
থেকে যেতে ইচ্ছে করে সে মহাসুন্দরের পাশে
যদি পারতাম এই কর্কশ প্রহর থেকে সরে যেতে কোথাও
স্বপ্ন দেখি স্বপ্ন দেখি এই সব অপরূপ স্থানের
শুধু দুমুঠো শান্তির জন্য একা একা গহন গোপনে।।।
সুন্দর কবিতা। অভিনন্দন জানাই।🙏
উত্তরমুছুন