সন্ধানের আশা
কথা ছিল দক্ষিণের জানলা দুটো
খোলা থাকবে যতক্ষণ না ফিরি,
জানলা দিয়ে বাতাসে মেশাবে তুমি
একাকী রাতের ভ্রমগান।
আলো আসতে দেরি হবে
অন্ধকারও নখের দিগন্তে ঘুরে যাবে;
বৃষ্টির বিনুনি ধরে উত্থিত ধুলিকণা শেষে
পায়ের কাছেই ফিরে আসে।
ভুলে যাওয়া ঠিকানার সন্ধানে
সারা দিনে যতদূর যাই
তারও বেশি দূরে গেলে হয়তো বা
উভয়েরই মঙ্গল হত।
ভোরের আলোতে খুঁজি
সাইকেলের টায়ারের ক্ষত
যত বেশি ক্ষত পাই
ততোধিক কমে আসে সন্ধানের আশা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন