মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

সুধাংশুরঞ্জন সাহা-র কবিতা

কামরাঙা গাছে ফুটে আছে অসমাপ্ত সকাল

ক্রমশ মিলিয়ে যায় শহর, মসৃণ পথ...

অগুনতি ছোবল লুকিয়ে হাসিমুখে

হেঁটে যাই অলোক নিকেতন, মাতৃভূমিতে।

মেঘ নয়, কুয়াশা নয়, বুকের ভিতর

জমে থাকা ব্যথার পাথর 

এক নিমেষে উধাও।

 

কামরাঙা গাছে ফুটে আছে অসমাপ্ত সকাল,

পুকুরের জলে মুখর কুয়াশায় রচিত ভোর,

রোদের বাগিচায় বিচিত্র ফুলের প্রচ্ছদে

লেগে আছে আদর আর ভালবাসার ছোঁয়া।

 

গন্ধরাজ লেবুফুলের সুগন্ধ,

চারাগাছে আভূমি পেঁপের আলাপ,

আর গুচ্ছ গুচ্ছ সোনালি ডাবের

হাত বাড়ানো প্রশ্রয়...

 

খুদে আম, জাম, সবেদার গাছে গাছে

জড়িয়ে আছে অফুরন্ত আশার আলো...

 

সকাল দুপুরের অলিখিত আমন্ত্রণে

কয়েকশো কচি কচি গ্রাম্য ছেলেমেয়েদের

চোখেমুখে ফুটে উঠছে সব পেয়েছির ভুবন

পার্কের প্রবল দোলনায় শিশুদের কিচিরমিচির

মাতৃভূমিকে করে তুলেছে মায়ার সংসার।

কবিতার আরাধ্য বাউলভূমি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন