প্রণয়
তুমি মুঠোভর্তি ভোর নিয়ে আসবে এমন প্রতিশ্রুতি
ভঙ্গ করে চতুর উচ্ছ্বাসে চলে গেছো আঙুলের
অসুখী ছোঁয়ায়- ফলে নির্লিপ্ত অন্বেষা বিষাদিত চোখের
নীরব যন্ত্রণায় দগ্ধ হলে কেবল শূন্যতা বাড়ে।
তথাপি তোমাকে ভালোবেসে স্বপ্নাতুর যাত্রার অশেষ পথে
এখনো বিমুগ্ধ চাখে দেখি- খসে পড়া নষ্ট পালক
কিভাবে উড়ালাশ্রয়ী হয়- ভালোবেসেই বিবিধ রঙে কিংবা
অস্থির গোপনে স্বপ্নবোধে এখনো জড়ায়।
রাতে ও দিবসে তন্দ্রামগ্ন সকল স্মৃতির অপচয়ে
করুণার চঞ্চলতায় রোদের প্রণয় কাহিনী ক্রমশ মলিন
হলে- আমি রোজ শিল্পের খোঁজেই বাবুই পাখির
বাসা বুনে যাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন