মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

সুবীর ঘোষ-এর ঝুরোগল্প


ভোট

 

ভোটের দিন ঠিক হয়েছে ভোটপ্রচার তুঙ্গে তেঁতুলতলায় খাটিয়া পেতে সারাদিন বসে থাকে অশীতিপর ফুলমণি মান্ডী তার কাছেও ভোটবাবুরা আসতে লাগল

প্রথমে এল ৎঢ়পার্টির লোকেরা ফুলমণিকে নমস্কার করে বললবুড়িমা ,তোমার ভোট আমাদের দিও কিন্তু তারপর  দিন এল ন্নশ্ত পার্টির লোকেরা তারাও চাইল ভোট এর পর একে একে এল য়ংঞ্ঝপার্টি , ‘ফর্ঠপার্টি ,  ‘ম্সপ্ছপার্টি , ‘দ্বভ্থপার্টি  সবার চাহিদা ফুলমণির ভোট

একদিন আর থাকতে না পেরে ফুলমণি এক ভোটবাবুকে বলেই দিল--সব ভোটই যদি তুমাদের দিঁয়ে দুব তাইলে আমার কি থাকবেক ,  কলাটো ? 





উপমা
 নিরুপমা

 

এক গ্রামে কথা বলার অদ্ভুত রীতি ছিল  সবাই নিজের পেশার কথা দিয়েই ভাব প্রকাশ করত  এক ডাক্তার খেতে বসে মাছ না খেতে চাইলে বলেমাছ বাইপাস কর  দুই শিক্ষক যেতে যেতে সুন্দরী মেয়ে দেখলে বলেকত পার্সেন্ট মার্কস দেওয়া যায় এক কৃষক তার মেয়েকে বলে --চুলগুলো যে শনের দড়ি করে ফেললি  এক অটো ড্রাইভারের বিয়ে  ফুলশয্যার খাটে শুয়ে সে বলে উঠল--একটু সরে আরেকজন হয়ে যাবে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন