বাতাস ময়ূর
প্রেমচক্ষু ছিঁড়ে নিই শিকলের ঘ্রাণ
তাকে তুমি ভালোবাসি বলো
আর কোন কোন জলে ঘুরে যায় কোন কোন বাতাসে ঘূর্ণন কাঁপে?
বাতাস ময়ূর?
এক একজীবনের প্রেম এক এক মানুষের ঘোরে
ঘুরপাক খায় মানুষের মন মাথা বুক পিঠ।
চামড়া খুলেই দেখি রক্ত গড়ায় মনের মধ্যে
আঙুলে আঙুলে শ্বাস আটকে খুঁজছ আমি কার
তুমি কার আমি কোথায় কখন!
হারিয়ে যাবার পর আমি যদি তোমাতেই থাকি তবে
তোমার তুমিও আমি আর তুমি হারিয়ে যাবার পর
যদি আমি তোমাতেই থাকি তুমিও আমার।
তুমি আমি দুই শব্দ সর্বনাম
এসব ছাড়াও যদি লিখি
যদি লিখে ছিঁড়ে ফেলি সাদাপাতা
কি নামে ডাকব বলো!
প্রেম?
ভালোবাসা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন