শনিবার, ১ জানুয়ারী, ২০২২

তৃষ্ণা বসাক-এর কবিতা

নব্বই সিরিজের কবিতা
তোমার আকুল কথাটি
 
আস্তে আস্তে তলিয়ে যাচ্ছ কুসুম।
খুব নরম করে ডাকি
কু-- সুম, কুসুমিকা...
তুমি কি মুখ রেখেছ শ্যাওলায় আর প্রবালে?
দেখে ফেলেছ ডুবুরির কুড়িয়ে পাওয়া নুড়ি?

কুসুম’- একটি তিরের ডগায়
এই শব্দটি লাগিয়ে ছুঁড়ে দিলাম,
ছুটল, ছুটল তির,
অবদমিত হাওয়ার স্তর ভেদ করে,
ফিরবে? কি ফিরবে একটি মালার মতো?
তোমার আকুল কথাটি
আমার দিকে ফিরে চাইবে?
চায়, যদি চায়...

এই সন্ধ্যা আমার এপার ওপার করে,
আমার জলে হারিয়ে যায়
তার পায়ের আঙট,
ফিরবে, কি ফিরবে?
একটি মার্জনার মতো-
ফেরে, যদি ফেরে
সন্ধ্যা আমার এপার ওপার করে,
তার আঙটের মধ্যে
আমি একলা,
রোপণ করি বালি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন