যত ভাবি অবসাদগ্রস্থ জীবন চাই না
ততবার মন অবসাদগ্রস্থ হয়।
মনে হয় বয়সের লুকোচুরি খেলা
ছায়া ফেলে যায় অকালের রৌদ্রবেলায়।
মন নানা কারণে উদ্বেল হয়
ভেসে চলা তরণীর মতো হয়ে ওঠে টাল মাতাল।
হয়তো বা শেষের সে ডাকে উতলা হয় মন
তাই অনুক্ষণ চঞ্চলতা ছুঁয়ে যায় পায়ের পাতা।
হাঁটা চলা বেমালুম ভুল করে পথ
জীবনের রথ বুঝি থেমে যেতে চায়
বয়সের বিষন্নতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন