শনিবার, ১ জানুয়ারী, ২০২২

প্রণব বসুরায়-এর কবিতা

শীত এলে 

 

শীত এলে ধুন্ধুমার লাগে

ফুটিফাটা সংসারে জোড়াতাপ্পি লাগাই

আমাদের গানে মিশে যায় নবীন ধানের ভাত

মাচার লাউ ঝুঁকে সোহাগ দেখায়, আর

ভিখিরিকে ডেকে আনি খিচুরি-পার্বণে

সোনাঝুরির হাট থেকে কিনে আনি রঙিন বটুয়া

পলকা হলেও সৌখিন উপহারযোগ্য বলেই...

পরিযায়ী পাখির পালকে সাজাই রাজার মুকুট


শীত এলে এইসব হয়,হতে পারে

কিন্তু আমার বর্ষপঞ্জিকায় দেখি শুধুই ভাদ্র মাস

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন