শনিবার, ১ জানুয়ারী, ২০২২

ফটিক চৌধুরী-র কবিতা

শূন্য

আমার করতলে কত রেখার আঁকিবুকি

যেন নিরেট একটা ভারতবর্ষের মানচিত্র

কাশ্মীর থেকে কন্যাকুমারী আমার করতলে

সীমান্তে কাঁটাতার, যেখানে কত বিভ্রম !

আমার ছোট ঘরের চারদেয়ালের বাইরে

                               মাঝে মাঝে সমুদ্রের ঢেউ

এই বুঝি গার্ডওয়াল ভেঙে ঢুকে পড়বে সুনামি।

 

জীবনের অঙ্ক মেলাতে গিয়ে হাতে রইল শূন্য

এইশূন্যতা ভরাট করতেই কালবৈশাখী

       যা তছনছ করে দিয়ে যায় একটা জীবন।

এই জীবনে এই ভাবে অনেক শূন্যতা থেকে যায়

শূন্যের অনেক ক্ষমতা শূন্য অপরিহার্য

               শূন্য ছাড়া সবই শূন্য।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন