অস্তসূর্যের মুখে সুন্দরের ছায়া
হলুদ রঙের আলো
জ্বলে ওঠে মেঘের কিনারে;
অদূরে পাহাড় যেন জলছবি আঁকা
সবুজ লাবণ্যে ঢাকা
ঘন ছায়াপথ –
ক্যামেরার ফ্রেম জুড়ে
ছবি না কবিতা?
কেবলই দৃশ্যের জন্ম হয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন