শনিবার, ১ জানুয়ারী, ২০২২

কামাল হোসেন-এর কবিতা

 

অবস্থান

গোলাকার এক উড়ন্ত প্রীতিময় বেলুনে ভাসতে ভাসতে

কখন যে এই অচেনা প্রবাসে পৌঁছে গেলাম,

অনেকটা স্বপ্নে যেমন ফেরিঘাট থেকে 

স্টিমার ছাড়ে শাঁখের আওয়াজ করে, বিশাল

আয়ুষ্মান তিমি মনের আনন্দে সামুদ্রিক জলের 

ফোয়ারা ছুঁড়ে দিচ্ছে সমাপ্তিহীন, সূর্যের দিকে

আলোর অভ্যাসে, পিতৃত্বের প্রতিজ্ঞাবদ্ধ ঋণ...

 

উঁচু থেকে দেশ দেশান্তরে ভাসতে ভাসতে

এই সব মুগ্ধ দৃশ্য দেখতে ভালোই লাগছে,

যেন কোনো রিমোট কন্ট্রোলে  চালিত যান্ত্রিক

খেলনা, অবিমিশ্র রাজনৈতিক চাপান- উতোর

উপেক্ষা করে আমার এই ছায়াহীন অস্তিত্ব,

মৃত্যু- প্রণয়নে শেষ বার সম্মোহিত পূর্বাভাস...

 

আকাশে ভাসতে ভাসতে আমার এই ধারাবাহিক

পরিনির্বাণপদ্ধতি, আদতে শেষপর্যন্ত কোনদিকে

কোন যতিচিহ্নহীন নির্জনতায় পৌঁছে দেবে, প্রেম

কিংবা মৃত্যুর নামাঙ্কিত রক্তাক্ত আপেলে কামড়

দিয়ে শুদ্ধতম শব্দের মুখোমুখি হব সেই নিস্পন্দ

পাতার আলস্যের পুনশ্চ- গানে, পরিচয়বিহীন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন