শনিবার, ১ জানুয়ারী, ২০২২

কাজল সেন-এর কবিতা

আমাদের পর্যটন

 

আমার শরীরের একটি দুটি তিল আঁচিল 

তুমি দেখে ফেলেছিলে এক দুর্যোগের রাতে

আর সেদিন থেকেই শুরু হয়েছিল আমাদের পর্যটন   

 

তুমি আমার শরীরে সন্ধান করেছিলে আমার জন্মদাগও

আমিও যে তন্নতন্ন করে সন্ধান করেছি কতবার

আর এভাবেই আমি আমার পূর্বজন্মে পৌঁছে গেছি বারবার 

 

পূর্বজন্মে আমার শরীরে ছিল না একটিও তিল আঁচিল

জন্মদাগ ছিল আমার শরীরের দক্ষিণ পশ্চিম কোণে

অথচ তুমি তার সন্ধান পাওনি পূর্বজন্মে তোমার অন্বেষণে

 

লাউডগার মতো উসকে ওঠা কতদিন আর জীবন

আর কত দিনই বা তোমার আমার মধুর লগন

বিনা টিকিটের কু-ঝিকঝিক গাড়ি পেরিয়ে যায় চন্দনবন                                    

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন