ডুয়েট এলিজি
শব্দের দুর্গে আছি স্বেচ্ছাবন্দী
এবার এলিজি লিখবো
তোমার জন্য
বিরহী আত্মার জন্য----
দুই চোখ বেঁধে দাও আঁচলের মিহি সিল্কে;
কবিতা লিখবো, পাশেই আছেন মারিয়া রিল্কে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন