আমার?
সেদিন দেখেছি এক শতধা উদ্বিগ্নকে
গভীর রাতেও ঘরে না ফেরা
ছেলের জন্যে যেন বিনিদ্র পিতা ঘুরছেন
পথের এপ্রান্ত থেকে ওপ্রান্ত।
তিনি কি আমার?
কে ডাকবে ঘরে যে ফেরেনা তাকে!
দাঁড়িয়ে দেখছেন পথ দ্রুমদল
ভ্রাম্যমান যন্ত্রণার ছায়া।
একমুখের অজস্র গঠন।
আবার দেখছি বড়ো শান্ত-শান্তির পবন শরীর
গতপ্রাণ গাছটিকে স্পর্শ করছেন
শিল্পীর মোহন আঙুলে
তিনিই কি আমার?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন