শনিবার, ১ জানুয়ারী, ২০২২

ধীমান চক্রবর্তী-র কবিতা

 

ব্যক্তিগত ১৯১


কুমারসম্ভব নিয়ে বউ কথা কও বিকেল

হাসলো কয়েক টুকরো মা' ভেঙে যায় স্তব্ধতায়

হেমসলাই সারা জীবনের ঘুম। কখনো আলপনা

আটপৌরে সোনাচড়াইয়ে লিপিময় আশ্বিন

পাখির বুকপকেটে বোধহয় কোনও সাদাকালো

                                               মুখোশ থাকে না

দুর্গেশনন্দিনীও থাকে না কারো কারো

ইসকুলের বন্ধু ছিল পয়েন্ট অব নো রিটার্ন

শুভরাত্রিকে চুমু খায় অনুপস্থিত জীবন

কারো কারো ইসকুলের বন্ধু ছিল , ফিরে

                                            না আসা চাকা

পদ্মাবতীর দু' একজন রঙিন বোতাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন