শনিবার, ১ জানুয়ারী, ২০২২

সুবল দত্ত-র ঝুরোগল্প

নষ্ট অভিমান                    

 

সত্তর বছর ধরে নিয়ম করে প্রার্থনা করে এসেছে 'ঘৃণা করো না', আজ এখন সে নিয়ম ভাঙল নিজের উপরই প্রবল ' ছিঃ' করে। নিয়ম ভেঙে বরং নিজেকে হালকা লাগছে। চারপাশে তাকিয়ে দেখে পরিবেশ শুদ্দু লোকালয় তাকে বিচিত্র নজরে তাকাচ্ছে। পথচলতি মানুষ, স্লো গাড়ি, ফুটপাথের হকার ভিখিরি, তাকে দেখে সবার মুখে নানান ভাব। ওই যে চারটে হিজড়ের ঠা ঠা হাসি। এতোদিন ধরে তার খুব ভয় ছিল। পাছে কেউ তাকে হীন ভাবে? এবং তার জন্য ছিল অহংকারের বর্ম। ভয়টাকে সে সযত্নে ঢেকে রেখেছিল। কেউ যেন সহানুভূতি বা দয়া না দেখায়। মনেপ্রাণে চাইত কেউ তুচ্ছ না করে। কেউ অসহায় না ভাবে। হে ঈশ্বর আমাকে দেখে কেউ যেন ঘৃণা না করে। তার আগেই যেন খতম হয়ে যাই। যাতে কেউ তাকে কিছুনা আপত্তিকরে,তার জন্য দম্ভ।

কিন্তু আজ সেটাই হল। হাসপাতালের ভি আই পি ওয়ার্ড থেকে বেরোবার সময় এটেন্ডেন্ট ডাক্তার আর নার্স পই পই করে বারণ করেছিল 'আপনি ক্যাথিটার খুলে দিতে বলেছেন, খুলে দিয়েছি, তাবলে এই নয় যে আপনি বাইরে যাবেন। রিস্ক নেবেন না প্লিজ। আপনার যা দরকার আমরা প্রোভাইড করব। যাবেন না।' সে ভিতরে ভিতরে রেগে কাঁই। 'সেতো আজ চার দিন হল। এখনো কেন যাবো না?' ' আপনার কেস অন্য রকম। আপনি কিজন্যে যেতে চাইছেন আমি জানি। আমি যেতে দেব না।'  'ইউ বাস্টার্ড? তুমি কে? আমাকে মানা করার স্পর্ধা তো কম নয় ? আমি কি চাই তাও জানো? ডার্টি স্পাই?' রেগে আগুন হয়ে ভাবল,এতদিন পর একটা নোংরা থলে শরীর থেকে খুলেছে তার সেলিব্রেট করতে হবেনা? হাসপাতালের সুপারকে ফোন করে অনুমতি নিয়ে সদম্ভে বেরিয়ে এসে এখন একটা ফেমাস ওয়াইন বারে। আচ্ছা? এই বারের মালিকটা কিই? ওর আস্পর্দা দেখ? কি করে জানলো আমি হাসপাতাল থেকে সোজা এখানে এসেছি? আমার ঠাটবাট আমার এটিকেট আমার আভিজাত্য কি তেমনি দেখায়? বেশ খানিকক্ষণ ওর সাথে কথা হওয়ার পর ফোন করল সে এক্সাইজ অফিসারকে। তবুও কাজ না হতে সে মা বোন তুলে গালি দিতে দিতে বার থেকে বেরিয়ে এল। রাগে তার অষ্টাঙ্গ কাঁপতে লাগল। তারপর তার কিজানি কি হয়ে গেল সে বুঝতে পারলা না। তার মনে হোলো শরীর যেন আবর্জনার স্তুপ। সেখান থেকে সরসর করে উষ্ণতা তরল হয়ে গড়াচ্ছে নিচে। তার আভিজাত্য ভিজে নেতিয়ে যাচ্ছে। তার হায়া লজ্জা মান অভিমান অহংকার প্যান্ট ভিজিয়ে সরসর অভিজাত মদের ঠেকের বাইরে। খুব কাছে হিজড়েরা তালি দিয়ে হো হো হাসছে। সে যেন তরল হয়ে বয়ে যাচ্ছে। চিৎকারকরেবলতেলাগল 'থামাও থামাও। শালার থামার নাম নেই দেখি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন