সোমবার, ১ নভেম্বর, ২০২১

কাজল সেন-এর কবিতা

মাতলামি

 

তেঁতুল গাছের হাওয়ায় নেশাগ্রস্ত হই আমি

নেশার ঘোরে টালমাটাল পায়ে

পথে পথে ঘুরি তোমারই সন্ধানে

তুমি তখন কদম ফুলের গন্ধে বেহুঁশ হয়ে

আমার প্রতীক্ষায় আকুল হয়ে কান্নায় ডুবে থাকো

আমাদের কেমন প্রেম কেউ কিছু বলতে পারো

আমি তো শুধুই নেশাগ্রস্ত হয়েছি মাতাল তো নই

তুমিও মাতলামি করোনি একটুও শুধু হয়েছ বেহুঁশ

 

মাতাল হওয়া কী এতই সহজ মাতলামি কাকে বলে জানো

আমি এখনও জানতে পারিনি তুমিও কি জানতে পেরেছ

নেশাগ্রস্ত হয়ে জীবনটা গেল চলে শুধুই মাতলামির সন্ধানে

তেঁতুল গাছের হাওয়া আর কদম ফুলের গন্ধ

নেশার ফাঁদ পেতে রাখে

সারাটা বিশ্বজুড়ে পথে পথে জীবনের আনাচে কানাচে 

 

1 টি মন্তব্য: