সোমবার, ১ নভেম্বর, ২০২১

কামাল হোসেন-এর কবিতা

 

ঘর বাঁধি

 

অবশেষে মহাপ্লাবনের শেষে নোয়া তাঁর

নৌকায় পৌঁছে গেলেন নতুন পৃথিবীর ভোরবেলায়

আর একটা দিনের শুরু, বৃষ্টিভেজা মেঘমালা

ছুঁয়ে উড়ে গেল পাখিদের মায়াবী ভ্রমণ

 

নতুন কবিতার প্রথম লাইনটি লেখার মতো

নোয়া এসে হাঁটু গেড়ে বসলেন বৃক্ষের তলে,

হৃদয় আমোদিত করে ভেসে এল পুষ্পরেণুর সুবাস,

সুন্দরী প্রিয়তমা পাশে বসে বললেনচলো ঘর বাঁধি... 


1 টি মন্তব্য: