জবা
জবাব থেকে ‘ব’ বাদ দিলে জবা
স্বভাব থেকে কিন্তু ‘ব’ বাদ দেওয়া যাবে না
তাহলে কী দাঁড়ালো সব মিলে
দাঁড়ালো – জবাস্বভাব
জবা মাঝে মাঝে জবাব দেয়, তার মানে
দু’রকম, এক – সে উত্তর দেয়, এবং
দুই – সে কোনো উত্তরই দেয় না
জবার স্বভাবই এরকম, কখনও তা
বোঝা যায়, কখনও তা বোঝাই যায় না
খুব ভালো লাগলো।
উত্তরমুছুনঅনন্য কবিতা।
উত্তরমুছুন