সোমবার, ১ নভেম্বর, ২০২১

নাসের হোসেন-এর কবিতা

জবা

জবাব থেকে ‘’ বাদ দিলে জবা
স্বভাব থেকে কিন্তু ‘’ বাদ দেওয়া যাবে না
তাহলে কী দাঁড়ালো সব মিলে
দাঁড়ালো – জবাস্বভাব
জবা মাঝে মাঝে জবাব দেয়তার মানে
দুরকমএক – সে উত্তর দেয়এবং
দুই – সে কোনো উত্তরই দেয় না
জবার স্বভাবই এরকমকখনও তা
বোঝা যায়কখনও তা বোঝাই যায় না

 


 

২টি মন্তব্য: