সোমবার, ১ নভেম্বর, ২০২১

ঊর্মিলা চক্রবর্তী-র কবিতা


বিচ্ছেদ   

বড় আপন মনে হয়েছিল তোমাকে। চেনার আলো যেন ধুয়ে দিয়েছিল মুখ, উপহার দিয়েছিল বহুদিনের হারিয়ে যাওয়া সাথীকে, যাকে খুঁজে বৃথাই ফিরেছি এতদিন। পরম প্রাপ্তির স্বাদটুকু জারিয়ে গিয়েছিল দেহমনে, ভরা কলসীর পূর্ণতা স্পর্শ করেছিল জীবনচর্যা।

 

দৃষ্টির নাগাল পেরিয়ে তবু ছায়া ছিল, আলোয় চোখ ধাঁধিয়ে যাকে নিরন্তর অস্বীকার করেছে রৌদ্রস্নাত দিন।

 

সময় এগিয়ে যেতে ছায়া দীর্ঘ হয়। আলোর প্রহর মুঠোয় লুকিয়ে নেয় দিন। ফোঁটা ফোঁটা অন্ধকার মেছেতার মতো জমে তার শরীরে, দুচোখের পাতায় ঝুলে থাকে স্বেদবিন্দুর মতো। চোখ টাটায়, হারিয়ে যায় তোমাকে চেনার শুভক্ষণ। অপরিচয়ের ঝাঁপ পড়ে অনায়াসে দুজনের মাঝখানে।

 

এভাবেই বুঝি আলোর দিকে পিছন ফিরে বসে অন্ধকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন