সোমবার, ১ নভেম্বর, ২০২১

ওবায়েদ আকাশ-এর কবিতা


নতুন পৃথিবীর দ্বার

কারা যেন তালা লাগিয়ে দিয়েছে
পুরনো পৃথিবীর আবক্ষ স্থিরতায়
এবং ঝাউগাছ কাঁপিয়ে তুলেছে ভয়ের মর্মর

এমন মর্মরিত বিশ্বস্ততায় থেকে
নিজেকে ঠিক কতটুকু সূর্যের প্রতিবিম্ব ভাবি!

দূর গ্রহদের হাত-পা-মগজ
এমনকি বড় তারাদের ভ্রমণসামগ্রি
পৃথিবীতে প্রবেশ প্রাক্কালে
অহেতুই ঝুলে আছে অভিনয় কলায়

তাদের স্থৈর্য ঘিরে দেবতালয় ব্যাকুল হয়েছে

আজ এই অলৌকিকতা থেকে ফিরে
যত্রতত্র অনুপ্রবেশের অভিজ্ঞানগুলো
কী করে যেন হারিয়ে ফেলেছি

ফলে পৃথিবী আমাকে লাভা উদগিরণের মতো
ছুড়ে দিচ্ছে -জাগতীয় করুণ মীমাংসায়

তাতে যে নতুন পৃথিবী
আমাকে রাঙিয়ে তুলতে ব্যাকুল হয়েছে
তাদের ভেতর আরও অগণন প্রাচীন পৃথিবীর খুলি--

যারা প্রতিটি নিষিদ্ধ দ্বারের বিপরীতে

অগণিত গমনপথ স্বভাষায় উন্মুক্ত রেখেছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন